“মনিপুর গ্রাম বিদ্যাকুট ইউনিয়ন”
মনিপুর গ্রাম টি বিদ্যাকুট ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম। গ্রামটির ওয়ার্ড নং ৭ নং। গ্রাম টি প্রাকৃতিক দিক থেকে অনেক সবুজ শ্যামল সুন্দর ও নজর কারা গ্রাম টি তিতাস নদীর তীর গেসে ই অবস্থিত। উক্ত গ্রামে দুই টি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় আছে এবং উক্ত গ্রামের অনেক সর্দার ও উল্লেখযোগ্য ব্যাক্তিদের মধ্যে রয়েছে
১।আবুল হুসেন (আজাদ) ২।রতন সর্দার ৩।লাখু মিয়া সর্দার ৪।মলাই সর্দার ৫।জালাল মেম্বার উক্ত গ্রামটির পশ্চিম দিকে অবস্থিত তিতাস নদী ও গোসাইপুর পুর্ব দিকে রাজাপুর উত্তর দিকে তিতাষ নদী ও নদীর অন্য তীরে মেরাতুলি আর দক্ষিন দিকে উরখুলিয়া গ্রাম টি অবস্থিত