বুল্লা গ্রাম বুল্লা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বুল্লা গ্রাম বুল্লা ইউনিয়ন

হবিগঞ্জ জেলার, মাধবপুর উপজেলার, ৮ নং বুল্লা ইউনিয়নে, বুল্লা গ্রামের ৮ নং ওয়ার্ড। ইহা মাধবপুর উপজেলা থেকে ৯ কি.মি. উত্তর পশ্চিমে অবস্থিত। পূর্বে আন্দিউড়া, উত্তরে ছাতিয়াইন, দক্ষিণে আদাঐর এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা অবস্থিত।

এই গ্রামের নাম চাঁন খাঁ নামের এক মুসলিম লোকের নামে নামকরণ করা হয় আনুমানিক 100 বছর পূর্বে। ৭ নং ওয়ার্ড এবং ৮ নং ওয়ার্ডের অর্ধেক মিলে এই গ্রাম। এখানে প্রায় 70% মুসলিম এবং 30% হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে। এর আয়তন প্রায় 2.8 বর্গ কিলোমিটার। এই গ্রামে জেলে, কামার, কুমার, নাপিত, ধোপা শ প্রায় সব ধরনের লোকের বসবাস রয়েছে।

এই গ্রামে বাংলাদেশের মূল ছয় ঋতুর প্রায় সব কয়টায় দেখতে এবং উপলব্ধি করতে পারা যায়। এখানে একটি ইউনিয়ন কমপ্লেক্স, একটি কমিউনিটি ক্লিনিক, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, একটি বাজার ( সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়), দুটি মাদ্রাসা( একটি আলিয়া এবং একটি কওমি),দুটি জামে মসজিদ, দুটি মন্দির, একটি ঈদগাহ এবং দর্শনীয় স্থান হিসেবে রয়েছে বুল্লা বড় বাড়ি, লোহামোড়া বেইলি সেতু, বুল্লা- আইন্দারমুড়ি প্রকৃতি উপভোগ্য ফ্রেস অক্সিজেনে ভরপুর একটি আঁকাবাঁকা পাকা রাস্তা, আইন্দারমুড়ি বটতলা ব্রীজ সহ রাস্তার পাশে অবস্থিত ছোটবড় কয়েকটা বিল। এই সব মিলিয়ে উক্ত গ্রামটি এই উপজেলার একটি সুন্দর গ্রাম এবং ইউনিয়ন হিসেবে পরিচিত।