বীরগাঁও গ্রাম বীরগাঁও ইউনিয়ন
বীরগাঁও গ্রামের অবস্থানঃ আমার গ্রামটি বীরগাঁও ইউনিয়নের ৫ নং এবং ৬ ওয়ার্ড নিয়ে অবস্থিত।গ্রামের উত্তরে শিবপুর গ্রাম দক্ষিণে তিলোকিয়া গ্রাম পুর্বে আমতলী এবং পশ্চিমে মেঘনা নদী।
বীরগাঁও গ্রামের নামকরণের কোনো সুস্পষ্ট ধারণা নেই,তবে কথিত আছে যে বীরগাঁও গ্রাম যখন গঠন করা হয় তখন কিছু বীরদের নিয়ে গঠন করা হয়। তারপর “বীরগাঁও” নামকরণ করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদঃআমার গ্রামে ১ টি কলেজ,১ টি উচ্চ বিদ্যালয়,১ টি আলিয়া মাদ্রাসা,৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,১ টি কিন্ডারগার্টেন,২ টি হাজিয়া মাদ্রাসা, ৯ টি মসজিদ,১ টি হাসপাতাল ও ১ টি কমিউনিটি ক্লিনিক রয়েছ। শিক্ষার হারঃআমার গ্রামের শিক্ষার হার ৮০%। তাছাড়া আমার গ্রাম থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেকে অধ্যায়নরত আছেন এবং সরকারি বেসরকারি উর্ধতন পর্যায়ে আছেন।
হাটবাজারঃবীরগাঁও গ্রামে একটি বাজার রয়েছে যা বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের পূর্বপাশে এবং মালিক ভরসা মাজারের উত্তর পাশে অবস্থিত।এই বাজারে ক্রয় বিক্রয় করতে অনেক গ্রাম থেকে নিয়মিত মানুষজন আসে।
দর্শনীয় স্থানঃবীরগাঁও গ্রামই একটি দর্শনীয় গ্রাম কেননা এই গ্রামের চারপাশে রয়েছে সবুজ আর সবুজ যা দেখে যেকোনো মানুষকে মুগ্ধ করে। তাছাড়া আমার গ্রামে একটি বিশাল মাঠ রয়েছে।আমার গ্রামে সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে “মালিক ভরসা মাজার” যা পরিদর্শন ও জিয়ারত করতে দেশের বিভিন্নপ্রান্ত থেকে এসে থাকে।এমনকি দেশর বাইরে থেকেও মানুষ এসে ভীড় জমান।
অর্থনৈতিক উৎসঃঃ আমার গ্রামের বেশিরভাগ মানুষ সরকারি এবং বেসরকারি চাকরি করেন।তাছাড়া বিভিন্ন মানুষ ব্যবসা করেন। অনেকে প্রবাসেও আছে।
যোগাযোগ ব্যবস্থাঃআমার গ্রাম থেকে অন্যগ্রামে যেতে হলে নৌকা,লঞ্চ,ও বিভিন্ন গাড়ি দিয়ে যেতে হয়।
মুক্তিযোদ্ধে অবদানঃমুক্তিযুদ্ধে আমার গ্রামের বিশাল সুনাম রয়েছে। ১৯৭১ সালের ৭ ই মার্চ জাতির পিতাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বিভিন্ন পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আমার গ্রামে বিভিন্ন সমাজিক সংগঠন রয়েছে যার মধ্যে বীরগাঁও সূর্য তরুণ সংগঠন অন্যতম।
তথ্য সংগ্রহক : Alimul Khan Sujoy
প্রিয় ৫নং চর গ্রাম, নয়ানগর ইউনিয়ন নয়ানগর, মেলান্দহ, জামালপুর গ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের…
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
View Comments