বিহার মন্ডল গ্রাম মোহনপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বিহার মন্ডল গ্রাম মোহনপুর ইউনিয়ন

 কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় দক্ষিণ প্রান্তে অবস্হিত ১৫ং মোহনপুর ইউনিয়ন। এই ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম বিহার মন্ডল।  গ্রামটির উত্তরে ফুলতলী,পশ্চিমে শুভপুর ও গাদিশাইর, দক্ষিণে ছোটনা ও আবিদপুর, পূর্বে নারাচোঁ এবং পশ্চিম সিংহ।  গ্রামের আয়তন  ১০ বর্গ কি.মি., বর্তমান জনসংখ্যা  প্রায় ১০,০০০।

ময়নামতি বৌদ্ধ বিহারের কোন একটি বিহার এ গ্রামে ছিল বিধায় এমন নামকরন-তা জানা যায় ময়নামতি জাদুঘরে রক্ষিত শিলা লিপি থেকে।

বৌদ্ধ ও হিন্দু জমিদারদের প্রাধান্য এ গ্রামে বেশি ছিল। বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ১১ উপাধির হিন্দুরাও মিলেমিশে বাস করছে।

দুটি সঃ প্রাথমিক বিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি বাজার, একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ১০ টি মসজিদ, ৩ টি ঈদগাহ ও ১ টি মন্দির। 

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গঃ

  • ইন্জিনিয়ার আঃ মজিদ,
  • সুজাত আলী হাজী,
  • গঁফুর হাজী,
  • কেরামত আলী হাজী,
  • আফসান হাজী,
  • সোনা গাজী,
  • আলী আকবার বেপারী,   
  • কমরুদ্দিন,
  • আঃ মালেক সরকার,
  • জহির চেয়ারম্যান,
  • আবদু মিয়া চেয়ারম্যান,
  • মনা গাজী,
  • আঃ খালেক মাস্টার,
  • শাহাদাত হোসেন মাস্টার,
  • প্রফেসর নূরুল ইসলাম,
  • বীরেন্দ্র মাস্টার,
  • যামীনী বীর,
  • হলধর বাবু,
  • আ কুদ্দুস মেম্বার,
  • সহিদুর রহমান (বাঃগ্যাস),
  • সৈয়দ খাঁ,
  • ডাঃ মামুন,
  • ডাঃ সায়েম

মোবাইলঃ ০১৬২৬৭১১০০৩, ০১৭১৫২৫২২১১।