বিরামচর গ্রাম শায়েস্তাগঞ্জ পৌরসভা
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮, ৯, ৬ ও ২ নং ওয়ার্ডের আংশিক নিয়ে বিরামচর গ্রাম। গ্রামের ঠিক মধ্যখান দিয়ে বাল্লা রেল লাইন থাকায় গ্রামটি পূর্ব ও পশ্চিমে বিভক্ত।এই গ্রামের পূর্বদিকে উবাহাটা, দক্ষিণে ঢাকা-সিলেট হাইওয়ে, পশ্চিমে তালুকহড়াই ও উত্তরে দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রাম ও ঢাকা সিলেট রেল লাইন অবস্থিত। গ্রামের পূর্বদিক হতে ১০০ মিটার দূরে অবস্থিত খোয়াই নদী। কথিত আছে, গ্রামের বর্তমান জায়গায় আগে নদীর চর ছিলো। এখানে কোন ফসল হতো না, তাই বিরাণচর বলা হতো এটাকে।
মানুষের বসতি শুরু হওয়ার পর পর্যায়ক্রমে নাম পরিবর্তন করে বিরামচর রাখা হয়। এই গ্রামে অনেক উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গের জন্ম হয়েছে, তন্মধ্যে সাবেক নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় উল্লেখযোগ্য।
এই গ্রামের অন্যতম জায়গার মধ্যে সৈয়দ মধু মিয়া রহ. এর মাজার অন্যতম।গ্রামটি খুবই প্রাচীন। এই গ্রামে শহর ও গ্রাম উভয় পরিবেশেরই সংমিশ্রণ রয়েছে। গ্রামে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ১টি হাইস্কুল, ১টি ডিগ্রি কলেজ, ১টি মহিলা কলেজ, ১ টি কামিল মাদ্রাসা, ১টি কওমি মাদ্রাসা ও ১টি খৃষ্টান মিশনারী রয়েছে।