বিবিরচর গ্রাম টালকি ইউনিয়নBy আঃ রব মোঃ রায়হান হোসেন রিবু1107 বিবিরচর গ্রাম টালকি ইউনিয়ন আমাদের গ্রামটি চির সবুজ। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি সরকারী প্রাইমারী স্কুল এবং একটি ফাজিল মাদ্রাসা আছে। তাছাড়াও ইউনিয়ন পরিষদ অফিস, হাসপাতাল, পোষ্ট অফিস এমন কি বাজারও আছে এ গ্রামে। এখানে আধুনিক সব সুবিধা পাওয়া যায়।