বারুই চিড়া গ্রাম চাতলপাড় ইউনিয়ন
গ্রামের নাম বারুই চিড়া চাতলপাড় ইউনিয়ন ভলাকুট, ওয়ার্ড নং১ থানা নাসিরনগর, জিলা ব্রাহ্মণবাড়ীয়া আমাদের গ্রামের উত্তর দিক দিয়ে মেঘনা নদী বয়ে গেছে।মেঘনা হইতে বারইচিড়া মধ্যে দিয়ে আরও একটি বেমালিয়া নদী ভয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে। দঃ দিকে আছে সুজলা সুফলা মাঠ। পশ্চিমে রতন পুর গ্রাম। পূর্বে খাগালিয়া গ্রাম। গ্রামে আছে প্রাচীন কালের চৌধুরী বাড়ী। চৌধুরীর নাম ছিলেন এম এ লে প্রিতিশ চন্দ্র চৌধুরী। তিনি ছিলেন ব্রিটিশ আমলের এম পি।আমাদের গ্রামে আছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠ যাহাতে আমরা এক সাথে নামাজ আদায় করি। আছে দুটি প্রাইমারী স্কুল।আছে ৬৮ বছরের পুরোনো ফকির আঃজলিল শাহএর মাজার।প্রতি বছর ২১শে নভেম্বর ৭ই অগ্রহায়ণ পবিত্র ওরশ শরিফ মহা সমারোহে উয্যাপিত হয়।।