বাবনপুর গ্রাম মদনখলী ইউনিয়ন

hard logo

বাবনপুর গ্রাম মদনখলী ইউনিয়ন

বাবনপুর গ্রামটি পীরগঞ্জ উপজেলা থেকে পশ্চিম দিকে খালাশপীর যাবার ঠিক তিন কিলোমিটার আগেই রাস্তার উত্তর দিকে অবস্থিত। শস্য শ্যামল ভরা চারপাশের প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্যের এক অনন্য ভূমি আমাদের এই গ্রামটি। একটি বিশাল বড় ফুটবল খেলার মাঠ আছে। আছে পুকুর ভরা মাছ। সকল ধরনের সবজি চাষের জন্য একটি বিখ্যাত জায়গা। এখানে প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, একটি হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত। এখানকার রাস্তাঘাট সব পাকা।