বাজিতপুর গ্রাম টাঙ্গাইল পৌরসভা

hard logo

বাজিতপুর গ্রাম টাঙ্গাইল পৌরসভা

বাজিতপুর গ্রাম টাঙ্গাইল পৌরসভা ১০ নং ওয়ার্ড এ অবস্থিত, এখানে সুপরিচিত জামিয়া মাদ্রাসা আছে , আছে সরকার বাড়ি এবং মোল্লা বাড়ি, তাছাড়া রয়েছে বাসাকপাড়া তাঁত পল্লী যেখানে দেশ বিখ্যাত টাঙ্গাইল শাড়ী তৈরি হয় | আরও রয়েছে বাজিতপুর তাঁতের হাট, তাছাড়া রয়েছে স্কুল এবং মসজিদ, এ গ্রামে বেশ কিছু চাকুরীজীবি রয়েছে

তার মধ্যে অন্যতম হলো শামসুদ্দিন মিয়া সরকার, কালু স্যার, আছে ব্যাবসায়ী, শিক্ষক এবং ইঞ্জিনিয়ার হুমায়ুন আহমেদ, খোরশেদ আলী সরকার একজন সুনামধন্য ব্যাবসায়ী, আমাদের গ্রামের প্রথম উকিল রওশন আরা, হিন্দু -মুসলিম উভয়ের বাস এ গ্রামে, এখানে নেই কোনো ঝগড়া বিবাদ সবাই  মিলে মিশে থাকে| আমাদের গ্রামটি খুবই ছোট তবে পরি -পাটি গাছ -পালা পশু পাখি , পুকুর লেক সবই আছে, সর্বোপরি আমাদের গ্রামটি একটি স্বনির্ভর গ্রাম