বলাডাঙ্গা গ্রাম রামনগর ইউনিয়ন

বলাডাঙ্গা গ্রাম রামনগর

বলাডাঙ্গা গ্রাম রামনগর ইউনিয়ন

বলাডাঙ্গা গ্রামটি যশোর জেলার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামে হিন্দু মুসলমান সবাই মিলে মিশে বসবাস করে। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। ছায়াঘেরা পাখিডাকা সুন্দর এই গ্রামটিতে প্রায় তিন হাজার লোকের বসবাস। গ্রামের উত্তর দিকে রয়েছে যশোর খুলনা মহাসড়ক দক্ষিণে বিল হরিনা পূর্বে কাজিপুর গ্রাম এবং পশ্চিমে চাচড়া গ্রাম। সবমিলিয়ে গ্রামটি সুন্দর একটি পরিবেশে অবস্থিত।