বগৈড় গ্রাম শ্রীপুর ইউনিয়ন
সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরা আমাদের এই গ্রাম, এই গ্রামে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, আর তাদের আত্মপ্রচেষ্টায় গড়ে উঠেছে ‘চার’ টি ধর্মীয় উপাসনালয় মসজিদ, এবং মসজিদের নামে রেখে গেছেন ওয়াকফ কৃত অঢেল সম্পত্তি, আমাদের গুণী জনদের একজন, তিনি হচ্ছেন বিশিষ্ট দানবীর মারহুম জনাব হাজী আইছা গাজী।
মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাশাপাশি রয়েছে একটি কিন্ডারগার্টেন, আমাদের গুণী জনদের একজন, তিনি হচ্ছেন প্রাক্তন তিন তিন বারের নির্বাচিত সফল চেয়ারম্যান এবং বর্তমান চৌদ্দগ্রাম উপজেলার মুক্তি যোদ্ধা কমান্ডার, জনাব আবুল হাশেম চেয়ারম্যান।
এমনকি ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের গ্রামে প্রতিষ্ঠা করেছেন একটি ইবতেদায়ী মাদ্রাসা, তিনি আমাদের গুণী জনদের একজন, আরব বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, জনাব মাওলানা আব্দুল মান্নান এবং সহযোগিতা করছেন তার ভাই, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম ।
এছাড়া ও রয়েছেন অনেক শিক্ষক মহোদয়, সমাজ সেবক, সর্দার ও মেম্বার জনাব শাহ আলম সহ বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী বৃন্দ ।
(আমাদের সমাজের গুণীজন সহ সকল শ্রেণী ও পেশার মানুষদের সাথে নিয়ে মানবতার কল্যাণে আমরা প্রতিষ্ঠা করেছি **”বগৈড় তালতলী প্রবাসী সমাজ কল্যাণ লিল্লাহ সংস্থা”** নামের একটি সংগঠন )।
আমরা সবাই আমাদের গ্রামটিকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে, সুন্দর সমাজ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত করে “ইহ কালীন ও পরকালীন কল্যাণে আত্মনিয়োগ করে যুগের পর যুগ সেই ধারাবাহিকতায় নিজেদের সম্পৃক্ত করতে চাই ।
মহান রাব্বুল আলামীনের দরবারে সেই আশা ও প্রার্থনা করছি,,,,,,,, আমীন ।