পীরেরহাট গ্রাম কোলকোন্দ ইউনিয়ন

hard logo

পীরেরহাট গ্রাম কোলকোন্দ ইউনিয়ন

পীরেরহাট গ্রামটি রংপুর জেলার অন্তর্ভুক্ত গংগাচড়া থানার কোলকোন্দ ইউনিয়নের একটি সুন্দর গ্রাম। এখানে একজন কামেল পীরের বাস ছিল সেই থেকে গ্রামের নাম পীরেরহাট। গ্রামটি তিস্তার তীরবর্তী গ্রামগুলির একটি।  এখানে ৪ টি প্রাথমিক বিদ্যালয়,  ১ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১ টি মাদ্রাসা রয়েছে। বিভিন্ন ধর্মাবলম্বিদের উপাসনার জন্য রয়েছে একাধিক মসজিদ ও মন্দির। গ্রামটিতে হিন্দু -মুসলিম দের মাঝে এক নিবিড় মেলবন্ধন পরিলক্ষিত হয়।