পশ্চিম নাজিরপুর গ্রাম নাজিরপুর ইউনিয়ন

পশ্চিম নাজিরপুর গ্রাম নাজিরপুর ইউনিয়ন

বরিশাল জেলার  মুলাদী উপজেলা নাজিরপুর ইউনিয়নের একটি সুপরিচিত গ্রাম হলো পশ্চিম  নাজিরপুর গ্রাম। এই গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে গছে জয়ন্তী নদী এবং পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়ালখা নদী। এই গ্রাম উল্লেখ যোগ্য পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে। যেমন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রিকলেজ, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, চরআলীমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যাল, নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। নাজিরপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এই গ্রামে অবস্থিত।

এই গ্রামের যাতায়াত ব্যবস্হার অনেক উন্নয়ন হয়েছ। উল্লেখ্য এই গ্রামটি ছিল চারে দিকে নদীবেষ্টিত। বর্তমানে পশ্চিম দিকে আড়িয়ালখাঁ নদীর উপর একটি স্বপ্নের সেতু নির্মাণ হয়েছে। এখানে একজন ব্যক্তির নাম উল্লেখ না করলেই নয়। সে হল ইমদাদুল হক মজনু সাহেব। সাবেক সচিব অর্থ মন্ত্রণালয়। তার শুভদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমের কারনে আজ নাজিরপুর গ্রাম একটি আদর্শ ও উন্নত গ্রামে পরিনত হয়েছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে নাজিরপুর বন্দরের কাছে নদীর পাশে নির্মিত হয়েছে নৌ পুলিশ ফাঁড়ি। নাজিরপুর বন্দর জয়ন্তী নদীর পাশে অবস্থি।  বন্দরের সাথেই টার্মিনা। নদী পথে যাতায়াতের জন্য এই গ্রামের মানুষ এই টার্মিনাল ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে।  নদীর গ্রাস থেকে গ্রামকে  বাচাতে নদীর তীরে ব্লক ফেলে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। তাই নদীর পাড়ের সৌন্দর্যের জন্য ওটাকে বলা হয় মিনি পর্যটন কেন্দ্র। জয়ন্তী নদীতে সবসময়ই ইলিশ মাছ পাওয়া যায়। –এইচ এম জিয়াউর রহমান। ০১৬৭৮৫২০৭২০