পশ্চিম কৃষ্ণনগর গ্রাম কৃষ্ণনগর ইউনিয়ন

পশ্চিম কৃষ্ণনগর গ্রাম কৃষ্ণনগর ইউনিয়ন

গ্রামের অবস্থান: কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম অংশে আমার গ্রাম অবস্থিত আমার গ্রামের নাম পশ্চিম কৃষ্ণনগর। ০৩ নং কৃষ্ণনগর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে আমার গ্রাম অবস্থিত। সবুজের সৌন্দর্যে ঘেরা আমার এই গ্রাম। । এই গ্রামের মানুষজন অত্যন্ত নম্র এবং ভদ্র। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা কন্যা তিতাসের একটি অংশ নদী, পাগলা নদী। পাগলা তীরেই পশ্চিম কৃষ্ণনগর অবস্থিত।এর দক্ষিণে রয়েছে লক্ষীপুর। উত্তরে থানাকান্দি পূর্বে কৃষ্ণনগর বাজার এবং পশ্চিমে কিশোরপুর।

নামকরণঃকষ্ণনগর ইউনিয়ন পূর্ব ও পশ্চিম ওয়ার্ডে বিভক্ত। আমাদের গ্রাম কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিমে অবস্থিত হওয়ায় এর নাম পশ্চিম কৃষ্ণনগর। 

প্রতিষ্ঠান সমূহঃ আমাদের এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, চারটি জামে মসজিদ এবং একটি মহিলা মাদ্রাসা রয়েছে। এবং আমাদের গ্রামে 100 বছরেরও পুরনো একটি রাজবাড়ী রয়েছে এবং বড় বাড়ির ঘাট নামে একটি ঘাট রয়েছে। 

পশ্চিম কৃষ্ণনগর গ্রাম কৃষ্ণনগর ইউনিয়ন

ব্যাক্তিবর্গঃ আমাদের গ্রামে মুক্তিযুদ্ধা রয়েছে। রয়েছে প্রশাসনিক ব্যাক্তিবর্গ এবং গ্রামের অতন্ত্য গুরুত্বপূর্ণ সর্দার সাহেবান এবং একজন মেম্বার ও একজন মহিলা মেম্বার রয়েছেন।

যোগাযোগ ব্যবস্থা : আমাদের গ্রাম থেকে রিক্সা বা অটো দিয়ে ৫ মিনিট সময় লাগে কৃষ্ণনগর বাজারে।  বাজার থেকে সি.এন.জি দিয়ে ব্রাক্ষণবাড়িয়া যাওয়া যায় সহজেই।নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো বড় বাড়ির ঘাট থেকে পাগলা নদী দিয়ে সহজেই নবীনগর এবং ব্রাক্ষণবাড়িয়া থেকে মালা মাল আনা যায়।

উল্লেখযোগ্য বিষয়ঃগ্রামটি অতন্ত্য সুন্দর।  গ্রামের মানুষ জন নিতান্তই সহজ সরল।  তারা কেউ জগরা বিবাদে নেই। বর্ষা কালে গ্রামে চার পাশে পানি দিয়ে ঘেরা থাকে যার কারনে গ্রামটি আরো বেশি সুন্দর দেখায়।

সব শেষে বলতে চাই সব মিলিয়ে আমার গ্রামটি বাংলাদেশের অন্যতম গ্রাম বলে আমি মনে করি।