নীলবরণ কামাকুছড়া গ্রাম বোয়ালখালী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

নীলবরণ কামাকুছড়া গ্রাম বোয়ালখালী ইউনিয়ন

নীলবরণ কামাকুছড়া গ্রামটি বোয়ালখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ড । এটি পাহাড় আর সমতলের মিশ্রণে সম্পূর্ণ পাহাড়ি একটি গ্রাম আমাদের নীলবরণ কার্বারী পাড়া (কামাকুছড়া)। এই গ্রামে কোন কৃত্রিমতা নেই, পুরোটাই প্রাকৃতিক। এর পূর্ব পার্শ্বে বহমান পার্বত্য এলাকার ঐতিহ্যবাহী মাঈনী নদী। দক্ষিণে দীঘিনালা থানা বাজার, পশ্চিমে মন জুড়ানো বিশাল রাবার বাগান এবং সুউচ্চ পাহাড়। উত্তরে দীঘিনালা যৌথ খামার।

গ্রামের একেবারে মাঝ বরাবর পিচঢালা পথ ধরে অনেকে এই গ্রামে বেড়াতে আসে। প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই গ্রামের অবস্থান খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়….  

নীলবরণ কামাকুছড়া