নিতিরা গ্রাম আড়িয়ল ইউনিয়ন
আমার গ্রামের নাম নিতিরা। ইহা সাবেক ঢাকা জেলার মুন্সীগঞ্জ সাব ডিভিসনের অন্তগত ছিলো । বর্তমানে মুন্সীগনজ টংগিবাড়ি থানার অন্তগত।ব্রিটিশ আমল থেকে এই গ্রামের অনেক ঐতিয্য রয়েছে । এই গ্রামে জন্মেছে অনেক বীরপুরুষ। তাদের মধ্যে অন্যতম ছিলেন,
- জনাব হাজী গনি শেখ
- জনাব মোচন মাদবর ,
- জনাব ছাবেদ ড়াড়ী,
- জনাব আকুবালী বেপারী,
- জনাব ইয়াজদ্দিন মেম্বার,
- জনাব মনু মেম্বার,
- জনাব রইম বেপারী,
- জনাব শামছু মাদবর সহ আরো অনেক। তারা আমাদের গ্রামের গর্ব।
আমার গ্রামের উত্তরে রয়েছে শিংহেনন্দন গ্রাম, দক্ষিণেে রয়েছ বানকাইছ, পূর্বে রয়েছে মান্ডাও পোতাপারা , পশ্চিমে রয়েছে বসাউল্লা ।আমাদের গ্রামে রয়েছে ২টি স্কুল ,২টি মাদ্রাসা। জনসংখ্যা প্রায় ৫হাজার।