নাজিরপুর গ্রাম নবাবপুর ইউনিয়ন
নাজিরপুর গ্রামটি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৯ নং নবাবপুর ইউনিয়নে অবস্থিত।
নামকরণ: কথিত আছে যে, এই গ্রামে বৃটিশ আমলে উজির-নাজিরদের বসবাস বেশী ছিল বলে নাজিরপুর গ্রাম নামকরণ করা হয়। নাজিরপুর সবুজে ঘেরা নয়নাভিরাম একটি গ্রাম। সুশীল সমাজের সমারোহ রয়েছে এ গ্রামে। এখানে, পরস্পরের সুখ দুঃখে এগিয়ে আসে সবাই।
নাজিরপুরের দক্ষিণে ৮ নং আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম, উত্তরে অত্র ইউনিয়নের শহিদ শহিদুল্লাহ কায়সার ও জহির রায়হানে জন্মস্থান মজুপুর গ্রাম, পুর্বে সুলতানপুর গ্রাম ও পশ্চিমে মহদিয়া গ্রাম অবস্থিত।
এ গ্রামে ঐতিহ্যবাহী নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসা ও ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চবিদ্যালয় ও সুফিয়া খাতুন মহিলা মাদরাসা রয়েছে। তাছাড়া, বিভিন্ন সামাজিক সংগঠন বিদ্যমান আছে। এরমধ্যে উল্লেখযোগ্য সামাজিক সংগঠন আল-আমীন সোসাইটি। আল-আমীন পাঠাগার ও অপরটি আল- আমীন নুরানি মাদরাসা নামে যার দুটি শিক্ষা প্রকল্প পুরো উপজেলায় পরিচিতি অর্জন করেছে। সমাজ সেবায় আবদানের জন্য প্রতিষ্ঠানটি ২০০১ সালে সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জেলা প্রশাসক, ফেনী থেকে পুরুষ্কারও লাভ করে। বর্তমানে আল আমীন সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজী মো: এরশাদ উল্যাহ চৌধুরী।
- নাজিরপুর গ্রাম সবদিক থেকে সমৃদ্ধ। এখানে জন্ম নিয়েছেন অনেক সনামধন্য মানুষ। যারা বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিয়ে মাথা উঁচু করছে পুরো জেলার। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাক্তি হলেন
- ১) বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম এ আর এম সালারে জাহান
- ২) সোনালী ব্যাংকের জিএম বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ
- ৩) ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক মাষ্টার নেছার উল্যাহ খান
- ৪) বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মো: এরশাদ উল্যাহ চৌধুরী
- ৫) ভোরবাজার প্রবাসী ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রতন
- ৬) এলজিইডির একাউন্টেন্ট শাহাবুদ্দিন ভূইয়া
- ৭) আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার শিক্ষক মাষ্টার শাহ আলম
- ৮) ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার কবির আহম্মদ
- ৯) নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রুহুল আমীন।
- ১০) বিশিষ্ট সমাজসেবক একরামুল হক চৌধুরী
- ১১) সময় টিভির সাংবাদিক ও পরিবেশকর্মী কেফায়েত শাকিল
- ১২) জনতা ব্যাংকের ডিজিএম মোস্তাক আহম্মদ খান প্রমুখ।
উল্লেখ্য যে, অত্র গ্রামের মধ্যে একটি বাজার রয়েছে বাজারটির নাম ভোরবাজার। ভোরে বাজারটি বসে বলে বাজারটির নাম ভোরবাজার রাখা হয়। উক্ত বাজারে সোস্যাল ইসলামী ব্যাংকের একটি শাখা কার্যক্রমও রয়েছে। তাছাড়া দুটি এজেন্ট ব্যাংকিং রয়েছে; একটি ইসলামী ব্যাংকের অপরটি ডাচ বাংলা ব্যাংকের। এলাকার প্রায় ৪০% লোক প্রবাসী।