নাওগাঁও গ্রাম নাওগাঁও ইউনিয়ন
আমার গ্রামের নাম নাওগাঁও। সবুজ শ্যামলে ঘেরা ছায়া নিবিড় গ্রাম আমার।এটি নাওগাঁও ইউনিয়ন এবং ২ নং ওয়ার্ডের অন্তর্গত। এর পূর্বে আছে পলাশীহাটা গ্রাম,পশ্চিমে আছে রাঙামাটি গ্রাম,উত্তরে আছে বাদিহাটী গ্রাম এবং দক্ষিণে আছে আকতা গ্রাম।আমাদের গ্রামে হিন্দু-মুসলমান উভয় ধর্মের লোকের বাস আছে।
এখানে যেমন আনন্দের সাথে ঈদ পালিত হয় তেমনি শান্তিপূর্ণ ভাবে পালিত হয় দুর্গাপূজা। এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষিকাজ।এছাড়া অন্যান্য পেশার লোকও আছে।এখানে ১টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি কলেজ আছে। এই গ্রামের বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষিত।এই গ্রামে নারী শিক্ষার পসারও অনেক।এখানে পাকা রাস্তা,বিদ্যুৎ সুবিধা,মসজিদ,মন্দির আছে।আমার গ্রাম সবুজে ঘেরা।আমার প্রাণের জায়গা আমার গ্রাম।আমার গ্রাম একটি আদর্শ গ্রাম।