ধীতপুর গ্রাম ইছাপুরা ইউনিয়ন
ধীতপুর গ্রামটি ইছাপুরা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম। ইহা ব্রাহ্মণবাড়িয়া সদর হইতে সোজা পূর্ব দিকে অবস্থিত, ইছাপুরা ইউনিয়নের সর্বশেষ দক্ষিণ পাশে চম্পকনগর ইউনিয়ন সাটির পাড়া গ্রামের সংগে অবস্থিত, পুর্বদিকে তুলাতলা, পশ্চিমে কলারবন্দ সংগে চর মাধবপুর, উত্তরে ডাল,, দক্ষিণে সাটির পাড়া, এই গ্রামের দক্ষিণ পাশে অবস্থান করছে ভূইয়া পরিবার যা বৃটিশ এর আগে অবদি বিরাম এর পরিবার বলে প্রচলিত এছাড়া আরও বসবাস করছে সরকার পরিবার, বেপারী পরিবার, খন্দকার পরিবার মুহরি পরিবার খান পরিবার আরও অনেকে নিয়ে প্রায় ২- ৩ হাজার লোকের বসবাস ।
এই গ্রামে অনেক নামীদামী লোক জনের বসবাস যেমন, হাজী লাহু ভূইয়া , হাজী ডাঃ গোলাম জালাল, মাস্টার গোলাম রসুল, হাজী নোয়াব আলী সরকার,, সাবেক সভাপতি তিতাস পূর্বাঞ্চল ১০ ইউনিয়, সভাপতি আড়িয়ল উচ্চ বিদ্যালয় ইয়াকুব আলী বালি মেম্বার , ফজল বেপারী, ইলিয়াছ সরকার, সাবেক সভাপতি বিজয়নগর উপজেলা,, শাহ আলম ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক তিতাস পূর্বাঞ্চল ছাত্র সংসদ বিশিষ্ট ব্যাবসায়ী রানা ডিজিটাল সাইন অফসেট প্রেস, আনিছুর রহমান খান , বিশিষ্ট ব্যাবসায়ী, আল আমীন বিশিষ্ট ব্যাবসায়ী , জিয়াউর রহমান ভূইয়া প্রবাশি ব্যাবসা,, জসিম ভূইয়া প্রবাসী ব্যবসা,, সেলিম সরকার বাংলাদেশ সেনাবাহিনী, শাহ আলম সরকার জি এম ঢাকা গার্মেন্টস , আবুল হাসনাত লালু বাংলাদেশ পুলিশ, বিশেষ দ্রঃ ইহা কালা ছড়া নদি ঘেষে অবস্থিত