ধলিবিল দক্ষিণ (নয়াগাঁও) গ্রাম দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন
আমার গ্রামের নাম ধলিবিল দক্ষিণ (নয়াগাঁও)। সবুজ শ্যামল এই গ্রামটি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে অবস্থিত। ইউনিয়নের ঠিক মধ্যবর্তী স্থান গাজী বুরহান উদ্দিন (রহঃ) সড়কের দুই পাশ ঘিরে গ্রামের অবস্থান। রাস্তার দুই পাশ ঘিরে গ্রামটি গড়ে উঠায় গ্রামের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিঃমিঃ।
উপজেলার অন্যতম বৃহত্তম বিল ধলিবিলের দক্ষিণ পার্শ্বে গ্রামের অবস্থান হওয়ায় আমাদের গ্রামের নামকরণ ধলিবিল দক্ষিণ করা হয়। তবে, লিখিত ভাবে ধলিবিল দক্ষিণ নাম হলেও নয়াগাঁও নাম হিসেবে লোক সমাজে বেশি পরিচিত।
গ্রামের উত্তর দিকে হাওর এবং ধলিবিল, দক্ষিণ দিকে পাঁচটি গ্রাম বাউরভাগ, উজানীপাড়া, ঘড়াইগ্রাম, ব্রাহ্মণগ্রাম ও বাণীগ্রাম এবং মানিকগঞ্জ বাজার অবস্থিত। পূর্ব দিকে বড়দেশ গ্রাম, বড়দেশ বাজার ও একটি উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম দিকে ছত্রপুর গ্রাম ও গাছবাড়ি বাজার অবস্থিত।
বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা নদী থেকে উৎপত্তি হওয়া একটি খাল গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হয়ে ধলিবিলে গিয়ে মিলিত হয়েছে। যা মাছুখাল নামে পরিচিত। এই মাছুখালের নামানুসারে গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে মাছুখাল বাজার নামে একটি বাজার, একটি সরকারি প্রাইমারি স্কুল এবং একটি বেসরকারি মাদ্রাসা রয়েছে। গ্রামে সর্বমোট ৯ টি মসজিদ রয়েছে।
বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস সিলেটের শত বছরের ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান গাছাবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার প্রাক্তন প্রেন্সিপাল আল্লামা শফিকুল হক বুলবুল (রহঃ) সহ আরও অনেক গুনীজন এই গ্রামে জন্মগ্রহণ করেন।