দড়ানীপাড়া গ্রাম বাবুটিপাড়া ইউনিয়ন
আমাদের গ্রামের নাম দড়ানীপাড়া । কুমিল্লা জেলার মুরাদনগর থানায় অবস্থিত ছোট্ট এই গ্রামটি। গ্রামটিকে কুমিল্লার স্বর্গ বলা হয়। এটা বলার পিছনেও উদ্দেশ্য আছে । কারন, প্রতিদিন সকালে পাখির সুরেলা কন্ঠে সবার ঘুম ভাঙ্গে। গ্রামের প্রকৃতি খুবই মনোরম । প্রকৃতি যেন তাকেই বেছে নিয়েছে। আমাদের এলাকা ঘনবসতি নয়। ছোট্ট এই গ্রামে সবাই মিলে মিশে বসবাস করে।
গ্রামের উত্তর দিক দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে। দক্ষিন দিক দিয়ে চলে গেছে মহা-সড়ক। সেই নদীতে জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আমাদের গ্রামে সব পেশার মানুষ বসবাস করে । কেউ জেলে , কেউ কৃষক , কেউ আবার সরকারি চাকুরিজীবি , আবার অনেকে প্রাইভেট কম্পানিতে চাকুরি করে । সবার অর্থায়নে গ্রামটি ধীরে ধীরে উন্নতি সাধন করছে।
গ্রামের বেশিরভাগ মানুষই খেটে খাওয়া দিন মজুর। কিন্তু সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে মানবতা। মানবতার এক তুমুল দৃষ্টান্ত আমাদের এই গ্রাম। গ্রামের জনসংখ্যা এক হাজার ছুই ছুই। এখানে প্রত্যকেই সচেতন নাগরিক। আমদের গ্রামে একটি জনকল্যান মূলাক সংগঠন আছে । সংগঠনটির নাম “ শান্তির নীড় “। প্রতি বছরই এটি অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবা দিয়ে আসছে।
গ্রামটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাই তো প্রকৃতির সব খেয়াল এই গ্রামেই দেখা যায়। তাই কবি বন্দে আলী মিয়ার মতে – আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর্। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। আমদের গ্রামটি যেন সারা বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গ্রামটিকে বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্যই আমদের এই অতি ক্ষুদ্র প্রয়াস। আমাদের ওয়েভ সাইট- www.daranipara.com ফেইসবুক গ্রুপ-https://www.facebook.com/groups/daranipara ফেইসবুক পেইস- https://www.facebook.com/daraniparabd
সবাই আমাদের গ্রামের ও গ্রামের মানুষের শুভ কামনা করছি। -ধন্যবাদ সবাইকে।