দৌলতকান্দী গ্রাম মহেশপুর ইউনিয়ন
আমার গ্রামের নাম দৌলতকান্দী, আমি আমার গ্রামকে অনেক ভালবাসি,আমি সঠিক জানিনা এই নামটি কী কারণে নাম করণ করা হয়েছে।কিন্তুু নামটি যেমন সুন্দর, গ্রামের পরিবেশ মানুষ তাড়িমত মাধুর্যে ভরা।আমার গ্রামের প্রত্যেকটি জিনিস কে সবাই আপন মনে ভালোবাসে।সবাই সবাইকে নিজের পরিবারের মত ভালবেসে।কারো কোন সমস্যা হলে, মিলে মিশে একসাথে সমাধাণ কারার চেষ্টা করে থাকে।আমার গ্রামের আরেকটি সুন্দর দিক রয়েছে,তা হল অন্য কোন জায়গা থেকে অথিথি আসলে বা অপরিচিত কেউ গ্রামে আসলে।তার সব রকম সাহায্য আপন মনে করে সবাই।আমার গ্রামে ১টি রেলওয়ে ষ্টেশন, যার নাম করণ করা আছে,
<দৌলতকান্দী রেলওয়ে ষ্টেশন>।
১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,এটির নাম,
<দৌলতকান্দী ৫১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়>।
১ টি উচ্চ বিদ্যালয় রয়েছে, এর নাম করণ করা হয়েছে গ্রামের বিশেষ এক ব্যাক্তির নামে,
<দৌলতকান্দী মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়>।
গ্রামের মেয়েরা যেন দূরে যেতে না হয় নিরাপদে পড়ালেখা চালিয়ে যেতে পারে।সেই জন্য অন্য আরো ১ টি উচ্চ বিদ্যালয় ও কলেজ রয়েছে, যা শুধু মেয়েদের জন্য।এটির নাম,
<দৌলতকান্দী গালস্ স্কুল এন্ড কলেজ >।
১টি কমিউনটি সেন্টার ও রয়েছে।
১টি সাপ্তাহিক হাট বাজার আছে।
এবং ১টি সরকারি হাসপাতাল ও আছে।
১ টি নৌ ঘাট ও আছে।
আরো অনেক রকম সোন্দর্যে সাজানো আমাদের গ্রাম।যারা আমার গ্রামের পরিচিতি পড়েছেন সবাইকে আমন্ত্রিত করলাম আমার গ্রামে আসার জন্য।ধন্যবাদ সবাইকে।
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ বাছুরআলগা উত্তর বাছুরআলগা দক্ষিন রামপুর…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…