দৌকরদী গ্রাম সনমান্দি ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দৌকরদী গ্রাম সনমান্দি ইউনিয়ন

দৌলরদী গ্রামটি সনমান্দি ইউনিয়নের সর্বশেষ গ্রাম।তিন দিকেই ব্রহ্মপুত্র নদে ঘেরা।একমাত্র গ্রাম কুমারচরের সাথে রয়েছে৷ এর সরাসরি  সংযোগ।এর পশ্চিমে আছে সাদিপুর ইউনিয়নের শেষ গ্রাম গোলনগর,জামপুর ইউনিয়নের আলুমপুরা,উত্তরে আছে জামপুরের কলতাপারা,পূর্বে আছে জামপুরেরই মুছারচর।প্রতিটি গ্রামের সাথেই আছে আমাদের নদী সংযোগ।

আশেপাশের অন্যান্য গ্রামের তুলনায় আমার গ্রামের পরিবেশ কিছুটা অনুন্নত হলেও আমার গ্রামে আছে প্রকৃতির অপার সৌন্দর্য।গ্রামে প্রায় দুই হাজার মানুষের বসবাস।কোনো শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে না থাকলেও আশেপাশের গ্রাম গুলুতে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যা সোনারগাঁও এর নামকরা।শিক্ষার দিক দিয়েও আমার গ্রাম খুবি ভালো।পরিশেয় বলতে চাই,সোনারগাঁওয়ে আমার গ্রামটি একটি অনন্য গ্রাম।