দেউকুড়ি গ্রাম বিলাশবাড়ি ইউনিয়ন
আমাদের গ্রাম দেউকুড়ি, নওগাঁ জেলা, বদলগাছী উপজেলার, বিলাশবাড়ি ইউনিয়ন এর মধ্যে উত্তর – দক্ষিণে আমাদের এই গ্রাম অবস্থিত। আমাদের নওগাঁ জেলার এমপি নওগাঁ জলিলের ছেলে মোঃ জোন্স বর্তমান, আমাদের বিলাশবাড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান (কেটু) বর্তমান, আমাদের গ্রামের মাম্বর মোঃ এনামূল বর্তমান। আমাদের গ্রাম সেই যুদ্ধের আগে থেকে নাম দেউকুড়ি নাম বলে পরিচিত।
আমাদের গ্রামের উত্তর পাশে একটা বাজার রয়েছে যার পূর্ব নাম ছিল পাকিস্তানের হাট কিন্তু পরে নাম করণ অনুসারে বর্তমান শ্রীরামপুর মান বলে পরিচয় লাভ করে। আমাদের গ্রামের পূর্ব পাস দিয়ে একটা অনেক সুন্দর নদী রয়েছে যার নাম তুলসিগঙ্গা এই নদীতে ১৯৮৮ সালের সময় প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত বর্তমানে নেই
আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা বিশাল মাঠ রয়েছে সেই মাঠে প্রচুর পরিমান দান, আলু, সরিষা, এবং উচু জমিতে পেয়াজ, মরিচ, হলুদ, পোটল, করলা, এক কথায় সব ধরনের শাক শবজী চাষ হয়, এবং সেই মাঠের পর একটা গ্রাম আছে তার নাম দুধকুড়ি সেই গ্রামের পাসে একটা ঐতিয্য দ্বিপ রয়েছে যার নাম দ্বিপগঞ্জ, আমারা শুনেছি এই দ্বিপ এক সময় একটা মহা ঝড়ে ঐতিহাসিক পাহারপুর থেকে এই দ্বিপ উড়ে এসে পরছে,
আমাদের গ্রামের উত্তর দিকে শ্রীরামপুর গ্রাম আমাদের পূর্বদিকে নদীর পর যে গ্রাম তার নাম গুনিপুর আমাদের গ্রামের দক্ষিণ দিকে যে গ্রাম তার নাম চকরামোনাথ। আমাদের গ্রামে অনেক মুক্তি যুদ্ধা রয়েছে তাদের এবং আমাদের গ্রাম আমার কাছে অনেক সুন্দর একটা গ্রাম আমি এই গ্রামে জন্ম হয়েছি বলে গর্ভিত আপনারাা ভাল থাকবেন আল্লাহ হাফেজ।