দাসকান্দি গ্রাম বীরগাঁও ইউনিয়ন
নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের অন্তর্গত এই দাসকান্দি গ্রাম । এই গ্রামটি মূলত মেঘনা নদীর পারে অবস্থিত । এখানকার দাসরা মূলত জেলে । বলা যায় , নদীর পার বা কান্দায় জেলেরা জীবন গড়ে তুলেছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের আবাস ভূমিই হলাে এই দাসকান্দি গ্রামে । এভাবেই গ্রামটির নাম হলাে দাসকান্দি।