দক্ষিণ চাঁদ পুর গ্রাম দর্শনা পৌরসভা
দক্ষিণ চাঁদ পুর(স্কুল পাড়া),পূর্ব পাকিস্থানের আমলে আমাদের গ্রামকে সবাই গোয়ালা চাঁদ পুর বলে চিনতো।স্বাধীনতার পরে রেল যোগাযোগের কারণে অনেকে হল্ট চাঁদ পুর নামেও চিনে।সবুজ ঘন গ্রাম কি অপরুপ দেখতে।আমাদের গ্রামের প্রধান সুবিধা হচ্ছে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় একই সাথে।সামনে মনোরম খেলার মাঠ।মাঠের সাথেই মসজিদ,সব মিলিয়ে দারুণ একটা স্থান।আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে মন্ডল বাড়ি।অনেক পুরানো দোতলা বাড়ি।এটাই আমাদের গ্রামের ঐতিহ্য।মন্ডল বাড়ি নাম করণ করা হয়েছে।