ডােপাকান্দা গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ডােপাকান্দা গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন

নবীনগর পূর্ব ইউনিয়নের গ্রামটির নাম ডােপাকান্দা। তিতাস নদীর তীরবর্তী এই গ্রামখানি । এই গ্রামের একটি প্রাচীন নাম রয়েছে যার নাম রামনগর । পরবর্তীকালে নামটির পরিবর্তন হয় ভােপাকান্দায় । অবশ্য এর ব্যাখ্যায় বলা যায় যে , এই স্থানটি ছিল বেশ নিচু জায়গা , বলা যায় সবসময় পানি লেগে ডােবার মতাে হয়ে থাকত । ধারণা করা হচ্ছে , এই ডােবা শব্দটি লােকমুখে বিকৃত হয়ে ডােপা এবং কান্দা সাধারণত কোনাে পাড়কে বুঝিয়ে থাকে । সেই হিসেবে গ্রামটির নাম ডােবাকান্দা থেকে ডােপাকান্দায় পরিবর্তিত হয় । এ বিষয়ে সকলেই একমত পােষণ করেন