টিঘরিয়া গ্রাম বিনাউটি ইউনিয়নBy Alam Kibria0387 টিঘরিয়া গ্রাম বিনাউটি ইউনিয়নটিকর অর্থ সমতল মাঠের মধ্যস্থিত উঁচু অংশ। টিকোর অর্থ উঁচুস্থান। যে ঘর উঁচু জায়গায় স্থাপন করা হয় তা-ই টিঘরিয়া। গ্রামটি বিজনা নদীর অদূরে অনেকটা উঁচু স্থানে বাড়িঘরগুলাে তৈরি ।