ঝড়ুখামার গ্রাম মৌতলা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ঝড়ুখামার গ্রাম মৌতলা ইউনিয়ন

ঝড়ুখামার গ্রামটি আয়তনে বেশ ছোট ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর৷গ্রামটির উত্তর দিকে লক্ষীনাথপুর,দক্ষিনে মৌতলা,পশ্চিম দিকে নামাজগড় এবং পূর্বদিকে সাপখালি বিল অবস্থিত৷গ্রামটিতে ১৫০ পরিবারের বসবাস৷গ্রামের মানুষের প্রধান পেশা চিংড়ী এবং মিঠা পানির মাছ চাষ৷যদিও সকল ধরনের সবজি এবং ফল চাষ হয়ে থাকে বানিজ্যিকভাবে৷

গ্রামটিতে কোন স্কুল, কলেজ ও মাদ্রাসা না থাকার পরও শিক্ষার হার ক্রম বর্ধমান৷গ্রামটিতে একটি মসজিদ ও একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয় একমাত্র উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শাহাজান সিরাজ(প্রাক্তন চ্যায়ারম্যান) এর ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্দোগে৷কথিত আছে গ্রামটির নামকরন করা হয় তৎকালিন জমিদারদের হতে৷তাদের ফসল মাড়াইয়ের খামার হিসাবে ব্যবহার হতো৷

মূলত বৈশাখ মাসে অর্থাৎ ঝড় ঝঞা প্রবণ সময়ে৷সেখান হতে ঝড়ু খামার হিসাবে পরিচিতি পায়৷গ্রামটির অধিবাসীর অধিকাংশ মুসলিম হলেও কয়েকটি হিন্দু পরিবার ও বসবাস করেন৷গ্রামটির সকল সড়ক পিচ ঢালাইয়ের সুতারাং যোগাযোগ ব্যবস্থায় বেশ উন্নত৷চারিদিকে সবুজ বেষ্টিত গ্রামটির পাশ দিয়ে সাপের মতো একে বেঁকে বয়ে গেছে অপূর্ব সুন্দর সাপখালি খাল৷যেটি গ্রামটির সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দিয়েছে৷

যোগাযোগ:০১৭২৮৩৮৯৩০৮