ঝিকড়া গ্রাম কায়েমপুর ইউনিয়ন
ঝিকড়া একটি ছােট পাড়ার মতাে। এ গ্রামের দক্ষিণে, পশ্চিমে ও উত্তরে বুড়ি নদী প্রবাহিত। স্থানীয় লােকেরা একে বলে ঘুঙ্গুর নদী। কারণ নদীটি ঘুঙ্গুরের মতাে বাঁকা। ১৯৬১-৬২ সালে গ্রামের পূর্ব দিকে খাল কাটা হয়। ফলে গ্রামটি কসবা থানা বকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ থেকে ১৫০ বছর পূর্বে গ্রামটি নদীর চর ২। লতা-পাতা ঢাকা উঁচু স্থানকে ঝিকড়া বলে।