জাজিয়ারা গ্রাম কুটি ইউনিয়ন By Alam Kibria 0 383 জাজিয়ারা গ্রাম কুটি ইউনিয়ন যাযি>জাজি। যাযি অর্থ একজাতীয় ছােট বাতাবি লেবু । আরা>য়ারা আরা অর্থ ছােট ঝোপ বা জঙ্গল বােঝায়। জাজিয়ারা গ্রামে প্রচুর বাতাবি লেবুর ঝোপ ছিল । এ থেকেই জাজিয়ারা নামকরণ করা হয়।