জল্লা গ্রাম নবীনগর পৌরসভা

hard logo

জল্লা গ্রাম নবীনগর পৌরসভা

নবীনগর পৌর এলাকার একটি গ্রাম জল্লা । এই গ্রামটিতে এখনাে শতাধিক । জেলে পরিবারের অস্তিত্ব পাওয়া যায় । জল্লা নামটি জাইল্যা শব্দের বিকৃত উচ্চারণ বলে । এখানকার অধিবাসী মনে করেন । কেননা আঞ্চলিকভাবে জাইল্যাকে জাল্লাও বলে থাকে । ফলে জাল্লা শব্দেরই রূপান্তর এই জল্লা । তাই বলা যায় যে , জাইল্যা থেকে জাল্লা এবং জাল্লা থেকে জল্লা এ বিষয়ে কোনাে সন্দেহ নেই বলে এলাকাবাসী মনে করেন ।