জটিয়াবর গ্রাম আগিয়া ইউনিয়ন
আমার গ্রামের নাম জটিয়াবর। এটি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের একটি গ্রাম।এর পূর্বে দিকে রয়েছে আন্দা ও উকুয়াকান্দা গ্রাম।পশ্চিমে কালিখা চড়পাড়া ও হোগলার কিছু অংশ উত্তরে খারচাইল ও ধোবাহোগলা আর দক্ষিনে রয়েছে উলমাকান্দি।
আমার গ্রামের ইতিহাস পানের ইতিহাসের সাথে জড়িত।এখানে প্রচুর পান চাষ করা হয় বলে নাম রাখা হয়েছে জটিয়াবর।
আমার গ্রাম কে আর্দশ গ্রাম বলা হয়।এখানে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মহাবিদ্যালয় ও ৪ মসজিদ ও একটি মন্দির রয়েছে।