ছিনাইমুড়ী গ্রাম আলকরা ইউনিয়ন
আমাদের গ্রামের নাম ছিনাইমুড়, তবে লোকজন এ নামে খুব কমই চিনে, কারন গ্রামের বাজারের নাম হলো ঘিনাগাজী বাজা, তার জন্য আশেপাশে সবাই জানে আমাদের গ্রামের নাম ঘিনাগাজী, আমাদের গ্রামের পশ্চিম পাশ্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এবং সর্ব পুর্বে, প্রতিবেশী ভারতের একিনপুর গ্রাম, উত্তরে দক্ষিণ সোনাইছা, এবং দক্ষিণেে উত্তর কাইছুটি, আমাদের গ্রামটি ছোট গ্রাম তবে বেশ পরিপাটি, মানুষ জন ও অত্যন্ত সহজ সরল, গ্রামে শিক্ষার হার ৯০% হবে।
গ্রামে একটা নুরানি মাদ্রাসা আছ, যার নাম হলো ঘিনাগাজী ইসলামিয়া মাদ্রাসা, এর প্রতিষ্ঠা কাল, ১৯৯৩ সাল, গ্রামের পুর্ব প্রান্তে গাছের সারি সারি বাগান, সবুজে ঘেরা অপুর্ব এক গ্রাম এই ছিনাইমুড়ী, যে দিকে চোখ যায় সবুজ আর সবুজ,