চেংটাপাড়া গ্রাম শৌলমারী ইউনিয়ন
কুড়িগ্রাম জেলার অর্ন্তগত আমাদের রৌমারী থানা ব্রহ্মপুত্র নদী বেষ্টিত এলাকায় অবস্থিত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যুদ্ধে অংশ গ্রহনের জন্য রৌমারী থানায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শসস্ত্র প্রশিক্ষন দেয়া হতো। কিন্ত দেশ স্বাধীনতার যুদ্ধ চলাকালীন অবস্থায় পাক-বাহিনীরা রৌমারী উপজেলায় প্রবেশ করতে পারেনি। তাই রৌমার উপজেলা মুক্তাঞ্চল হিসেবে ঘোষনা করা হয়। মুক্তাঞ্চল হিসেবে ঘোষনা করলেও প্রাতিষ্ঠানিক ভাবে এখনো ঘোষনা করা হয়নি এটা প্রধান মন্ত্রীর কাছে আমাদের আবেদন রৌমারৗ উপজেলাকে জেলা ও প্রাতিষ্ঠানিক ভাবে একমাত্র মুক্তাঞ্চল হিসেবে ঘোষনা করা হোক।
রৌমারী উপজেলার সাথে বর্তমানে ভারতে সাথে ট্রানিজট রোড যা তুড়া রোড নামে রয়েছে। আমাদের উপজেলার বর্তমান এমপি ও গণশিক্ষা অধিদপ্তরের জনাব মোঃ জাকির হোসেন ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছেন। রৌমারী অন্তর্গত 2 নং শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া মূলত বহু আগেই নামকরণ করা হয়েছে। এই রৌমারী উপজেলায় প্রায় 20/20 টি গ্রাম দেশীয় মাছের নামে নাম করণ করা হয়েছে। লোকমুখে শোনা যায় আমাদের আঞ্চলিক ভাষা চেং মাছের প্রাদুর্ভাব এক সময় অনেক বেশি ছিল বলে তাই চেংটা পাড়া নামকরণ করা হয়েছে। আমাদের গ্রামে 3টি মসজিদ, 1টি প্রাইমারি স্কুল ও পারিবারিক কবর স্থান রয়েছে।