চিনারাটি গ্রাম দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চিনারাটি গ্রাম দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন

গ্রামের নাম চিনারাটি, যা ৮নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি গ্রাম। নৈসর্গিক এই গ্রামের মধ্যে দিয়ে একমাত্র একটি কাঁচা মেঠোপথ রয়েছে, যা দিয়ে মানুষ যাতায়াত করে।

এই গ্রামের উত্তরে রয়েছে বরুনা গ্রাম, পশ্চিমে মাথাং গ্রাম, দক্ষিণে একটি বিল (নাম- চিনারাটি বিল), পূর্বে দক্ষিণ বিশিউড়া গ্রামের অবস্থান। গ্রামটিতে প্রায় ৭০০ লোকের বসবাস। এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি এবতেদায়ী মাদ্রাসা ও দুইটি মসজিদ রয়েছে। গ্রামটিতে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি দোকানও রয়েছে, যেখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বসে আড্ডা দেয়।

গ্রামটিতে ঐতিহ্যবাহী তালুকদার বংশ রয়েছে, যে বংশের মোঃ ছওয়াব আলী তালুকদারের বাড়িতে অবস্থান করে জমিদাররা ব্রিটিশ আমলে খাজনা আদায় করত (উনার বংশ এখনো চলমান)। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, এখন মৎস্য চাষেও ভালোই অগ্রগতি পরিলক্ষিত হয়।

তবে ইদানিং বেশ কিছু সংখ্যক মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে কর্মরত এবং প্রবাসেও কর্মরত রয়েছে কয়েকজন। শিক্ষার হার তুলনামূলক কম। এই গ্রামের মানুষজনের অতিথিপরায়নতা বেশি।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটিতে প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, যা থেকে মানুষজন নিজে খাওয়ার পাশাপাশি বিক্রিও করে থাকে। কিছু মানুষ বিল থেকে মাছ সংগ্রহ করে থাকে এবং বিক্রি করে। তবে শীতকালে প্রায় অনেকেই বিল থেকে মাছ সংগ্রহ করে থাকে।