চাপিয়া গ্রাম বিনাউটি ইউনিয়ন

hard logo

চাপিয়া গ্রাম বিনাউটি ইউনিয়ন

আনুমানিক ঊনবিংশ শতকের মধ্যভাগে কসবা সদরের উত্তরে ছােট একটি বসতে আগমন করেন পীর রমজান শাহ (র.)। তিনি বাগদাদ থেকে সিলেট তারপর ত্রিপুরায় আসেন। মূল উদ্দেশ্য ইসলাম প্রচার । অন্যমতে তিনি ১৭৮৭ সালে বাংলায় ফকির আন্দোলনের একজন সৈনিক এ দেশেরই লােক। ফকির বিদ্রোহের অবসান হলে তিনি এখানে পালিয়ে আসেন। এ ছােট বসতে তিনি হঠাৎ একদিন মাটির নিচে চেপে যান অর্থাৎ মৃত্যুবরণ করেন। ভক্তবৃন্দ তাকে পুকুরপাড়ে কবর দেন। তিনি হঠাৎ একদিন মাটিতে চেপে যান বলে গ্রামের নাম চাপিয়া।