চান্দেরচর গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন
নবীনগর পূর্ব ইউনিয়নের অন্তর্গত গ্রামের নাম চান্দেরচর । এই চান্দেরচর একটি আলাদা মৌজা । এর জে . এল নং – ৭৪ । প্রকৃত অর্থে গ্রামটির ছিল চন্দ্রচর । বিকৃত উচ্চারণে চান্দেরচরই আজকে স্থায়ী হয়ে গেছে বলা যায় । এই গ্রামের জনৈক প্রবাসী বিশাল মিনারসহ একটি মসজিদ স্থাপন করেন যা নদীপথে দূর থেকে দেখা যায় । ওই মিনার এর চূড়ায় রয়েছে একটি চাদ । অনেকেই মনে করেন , ওই চাদ থেকে চান্দের চরের উৎপত্তি । আসলে তা নয় । মূলত এই স্থানটি অর্থাৎ এই চরের ভূমির গঠনটাই ছিল চাদের মতাে । ফলে জায়গাটির নাম হয় চন্দ্রচর । স্থানীয় লােকমুখে তা চান্দেরচর হিসেবেই প্রচলিত এবং মৌজাতেই চান্দেরচর লেখা রয়েছে ।