চাটুয়াখলা গ্রাম কায়েমপুর ইউনিয়ন
চাটখলা থেকে চাটুয়াখলা । এ অঞ্চলে বিভিন্ন পশু-পাখির উপদ্রব ছিল । শতবর্ষ পূর্বে মানুষ বাঁচার জন্য গ্রামের পূর্বদিকের মাঠে ফাঁদ পেতে রাখত। ‘চাট অর্থ ফাদ, খলা অর্থ মাঠ। যে মাঠে ফাঁদ পাতা হয় পশু-পাখি ধরার জন্য, তাকেই চাটুয়াখলা বলে। একসময়ে বিভিন্ন জন্তু-প্রাণীর উপদ্রব ছিল বলেই এরূপ নামকরণ হয়েছে।