চাঁন্দপুর গ্রাম ধরখার ইউনিয়ন
আমাদের গ্রামের নাম চান্দপুর। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রাম. আমি এই গ্রাামটাকে অনেক অনেক ভাালোবাসি। আমাদের গ্রামের মানুষ আমার কাছে ভালো লাগে।
আমাদের গ্রামের পূর্ব দিকে কলেজ। উত্তর দিকে বাজার। পশ্চিম দিকে কবরস্তান এবং মাদ্রাসা ও দক্ষিণ দিকে প্রাইমারি স্কুল। এবং মধ্যেপারা জুমা মাসজীদ