Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha

চর বিশ্বাস ইউনিয়ন গলাচিপা উপজেলা

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

চর বিশ্বাস ইউনিয়ন গলাচিপা উপজেলা

আমাদের ১২ নং চরবিশ্বাস ইউনিয়ন বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অবস্থিত।প্রাকৃতিক সৌন্দর্যময় কিছু গ্রাম নিয়ে আমাদের চরবিশ্বাস গঠিত।এর পূর্বে তেঁতুলিয়া নদী দক্ষিণে চরমোন্তাজ ইউনিয়ন পশ্চিমে বুড়াগৌরাঙ্গ নদী এবং উত্তরে চর কাজল ইউনিয়ন।এর ভৌগলিক অবস্থান ৯০.৫২ পূর্ব দ্রাঘিমাংশ ২২.০৪ডিগ্রী উত্তর অক্ষাংশ।

চরবিশ্বাস ইউনিয়নটি থানা সদর থেকে ২০ কিমি দূরে দক্ষিণ -পূর্বে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন।বিভিন্নপ্রাকৃতিক দূর্যোগ,দু:খ-দারিদ্র্য,ক্ষুধা,স্বাস্থ্যঝুঁকি জয় করে শিক্ষার আলোয় উন্নতির পথে এই প্রিয় চরবিশ্বাস। হাজার মাইল দূরের মানুষের কাছেও আজ ডাকসু ভিপি নুরুল হক নুরের কারনে পরিচিতি পেয়েছে আমাদের এই প্রিয় চরবিশ্বাস ইউনিয়নটি।

ইউনিয়নের অন্ত্রভূক্ত গ্রাম সমূহ

  • চর বিশ্বাস
  • চর আগস্তী
  • চর বাংলা
  • চর মায়া
  • চর মহিউদ্দিন

চরবিশ্বাস ইউনিয়নের তথ্য:
আয়তন৫৩০বর্গকিমি,জনসংখ্যা
২৭৫৯৫ জন,মোট ভোটার-প্রায় ১৯৪৬৩জন,,শিক্ষার হার ৭০ শতাংশ,এক ফসলি জমি ২৩৬৫ একর,দোফসলি জমি ১৬৫০ একর। হাট-বাজার ৬টি।সাইক্লোন সেন্টার ১টি।বেসরকারি ব্যাংক ৪টি।

শিক্ষা:

•ডিগ্রী কলেজ ১টি।

•৯টি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় ১০টি।
•নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১টি।
•মাধ্যমিক বিদ্যালয় ০১ টি।
•কলেজিয়েট স্কুল ০১টি।
•দাখিল মাদ্রাসা ০৩ টি।
•এবতেদায়ী মাদ্রাসা ০৪ টি।

•কিন্ডারগার্টেন ০২টি
•কওমি মাদ্রাসা ৪টি,

•নূরানি মাদ্রাসা ৪টি,

•মহিলা মাদ্রাসা ৩টি।

•মসজিদ ৭০ টি।

•মন্দির ০২ টি।

•প্রতিবন্ধী স্কুল ০১ টি।
এ অঞ্চলে শিক্ষা প্রসারের অগ্রদূত মরহুম মু.ইসমাইল মিয়া। এছাড়াও কে আলী পরিবার,লুৎফর রহমান গাজী,গাজী ছিদ্দিকুর রহমাম,মাওলানা আবদুল মান্নান উল্লেখযোগ্য।
সামাজিক প্রতিষ্ঠান: চর বিশ্বাস যুববন্ধন সমিতি, আমগাছিয়া বন্ধু মহল

বিখ্যাত ব্যক্তিত্ব:

  • জনাব নুরুল হক নুর(সাবেক ডাকসু ভিপি),
  • আলহাজ্ব গোলাম মোস্তফা (শিল্পপতি ও রাজনীতিবিদ),
  • মরহুম আজাহার আলি হাং,
  • মরহুম ওয়াদুদ মোল্লা,
  • জনাব মানিক মিয়া(সাবেক উপজেলা চেয়ারম্যান),
  • নিবারণ কবিরাজ,
  • বাবুল মুন্সী (বর্তমান চেয়ারম্যান,রাজনীতিবিদ)।
  • জনাব আ:রাজ্জাক হাং(সাবেক চেয়ারম্যান),
  • আলহাজ্ব মো:মুজাফ্ফর হোসাইন মৃধা(জাতীয় শ্রেষ্ঠ সেচ্ছাসেবক,সিপিপি-২০১৯)
  • মু.কামরুজ্জামান সোহাগ(সাবেক ছাত্রনেতা),
  • মো:মোকাম্মেল হোসেন(সাধারন সম্পাদক, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন, শিক্ষক নেতা)

দর্শনীয় স্থান :

চরবিশ্বাস বাজার পুকুর, সোলার পওয়ার প্লান্ট,জনতা মাধ্যমিক খেলার মাঠ,কে.আলী কলেজ,আমগাছিয়া বেড়িবাঁধ, ৮নং ওয়ার্ড নদীর পাড়, কে.আলী কৃষি খামার।

কৃষি পণ্য:
ধান,তরমুজ,ডাল,মরিচ,ডাব,তাল,পান,সুুপারি,হাঁস,মুরগি ও গবাদিপশু পালন উল্লেখযোগ্য।

পেশা :

এ এলাকার বেশিরভাগ মানুষ ই কৃষক, তাছাড়াও রয়েছে শিক্ষক,জেলে,কামার,ব্যবসায়ী,মটর সাইকেল চালক।ধান,তরমুজ,সমুদ্র হতে মৎস্য আহরণে বেশি আয় করে।

খেলাধুলা:
ফুলটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন, ভলিবল, দাবা,ক্যারাম।

সম্ভাবনা:
২০২১ সালের মধ্যে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। বিদ্যুৎ ব্যবহার করে এ অঞ্চলে ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটবে। এছাড়াও এ এলাকার দক্ষিণে সোনার চরের সাথে একটি বিশাল পর্যটন নগরী গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।উপকূলীয় সবুজ বেষ্টনী প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মোহিত করেছে।

Alam Kibria Pasha
Md. Hamim Mahmud

View Comments

  • Md.Mokammel Hossain says:

    ভাই এখানে হাজ্বী মো :মুজাফ্ফর হোসাইন মৃধা(জাতীয় শ্রেষ্ঠ সেচ্ছাসেবক,সিপিপি-২০১৯)
    Please Change It

Recent Posts

  • বাংলাদেশ

5 মিনিটে পাসপোর্ট চেক করার easy ও best উপায়

আপনি কি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন? এই…

4 hours ago
  • বাংলাদেশ

ই-পাসপোর্ট বাংলাদেশ 2024 – আবেদন, ফি, সুবিধা ও সকল তথ্য

১. ভূমিকা ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট যা একটি ইলেকট্রনিক চিপ সহ ইস্যু…

6 hours ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম 2024

বর্তমান বিশ্বায়নের যুগে, জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানা এবং তা অনুসরণ করা প্রতিটি বাংলাদেশি…

7 days ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার সহজ পদ্ধতি

জন্ম নিবন্ধন সনদ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস  যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি…

1 week ago
  • বাংলাদেশ

Birth certificate check :কিভাবে নিশ্চিত করবেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য

জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই ঘরে বসে আপনার Birth certificate check…

1 week ago
  • বাংলাদেশ

ভ্যালেন্টাইন ডে এর প্রকৃত ইতিহাস/ Actual History of Valentines Days

চলুন জেনে নেয় ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে , ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট…

1 week ago
Alam Kibria Pasha