চর চার তলা গ্রাম চর চার তলা ইউনিয়ন

hard logo

চর চার তলা গ্রাম চর চার তলা ইউনিয়ন

আশুগঞ্জ থানার ৭টি ইউনিয়ন এর ১টি হল চর চার তলা  ইউনিয়ন। মেঘনা নদির পার ঘেঁসে দাঁড়িয়ে  আছে এই  গ্রামটি। বৃহতম ইউরিয়া সারকারখানা টি  এই গ্রামে অবস্থিত। প্রাইমারি স্কুল,কলেজ,মাদ্রাসা সবকিছু মিলিয়ে সুন্দর একটি গ্রাম। অসংখ্য মসজিদ ও রয়েছে এই গ্রামে এছাড়া গম সংগ্রহের গোডাউন আছে চাউল সংগ্রহের গোডাউন নির্মাণাদিন  চলছে। স্থল,নদী,রেল দিয়ে দেশের যে কোনো প্রান্তে যাতায়াত করা যায়।