চর কাদাই গ্রাম পোরজনা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চর কাদাই গ্রাম পোরজনা ইউনিয়ন

প্রতিটি মানুষের  কাছে তার জন্মভূমি গ্রাম অনেক সুন্দর তেমনি আমার বেলায় আমার গ্রাম অনেক সুন্দর । আমাদের গ্রাম  দুটি ইউনিয়নের অন্তর্ভুক্ত। আমদের গ্রামে দুটি প্রাইমারি স্কুল আছে, দুটি জামে মসজিদ, চারটি মাদ্রাসা, একটি হাফিজিয়া মাদ্রাসা , একটি কবরস্থান কাম ঈদগাহ,  সাতটি দুগ্ধ সমতি ও একটি হাট আছে। আমাদের  গ্রামের মাঝে দিয়ে চলে গেছে একটি কাচা রাস্তা, রাস্তার দু পাশে সারি সারি বাড়ি যা দেখতে খুব সুন্দর।

আমাদের  গ্রামের সামনে দিয়ে বয়ে গেছে একটি বিল যা দেখতে খুবই অপরুপ এবং  গুরুত্বপূর্ণ   । আমাদের গ্রামের মানুষ গুলো ইসলাম প্রিয় এবং আমাদের মাঝে পারিবারিক ও সামাজিক বন্ধন খুবই  দৃঢ়। আমাদের গ্রামের দক্ষিণে কাকুরিয়া উত্তরে বেলতৈল   ।  জনশ্রুতি আছে প্রথম   বাসিন্দা হাজী আমির চান ফকির সহ আরো কিছু লোক এসে চর এর উপর বসতি স্থাপন করে  তার জন্য   নাম করন হয়েছে চর কাদাই। 

আমাদের গ্রামের মানুষের প্রাণের দাবি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়  , একটি ক্লিনিক এবং একটি পাকা রাস্তা ।