চরগােজামানিকা গ্রাম কড়ুইচূড়া ইউনিয়ন
চরগোজামানিক গ্রামটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ুইচূড়া ইউনিয়নের অন্তর্গত। এটি একটি বৃহত্তম ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। গ্রামটিতে প্রায় ৪০০০ হাজার লোকের বসতি। গ্রামের বেশির ভাগ মানুষ কৃষিজীবি। এই গ্রামের প্রত্যেকটি মানুষ খুবই শান্তি প্রিয়। এলাকার মানুষ খুবই পরিশ্রমি। এই গ্রামে ২ টি প্রাথমিক বিদ্যালয় ১ টি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ টি মাদ্রাসা এবং একটি বাজার রয়েছে।
গ্রামটির সাথে জেলা ও উপজেলা শহরে যাতায়াতের জন্য পাকা রাস্তা রয়েছে। বাংলাদেশের মাননীয় সাংসদ জনাব মির্জা আজম এর কল্যাণে এলাকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা রয়েছে। এলাকার অশিক্ষিত যুবক সমাজ বিভিন্ন দেশে কর্মরত থাকায় রেমেটেন্স অর্জনে গ্রামের পরিবেশ জামালপুর জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে। কৃষি পণ্যের মধ্যে কাচাঁ মরিচ উল্লেখ যোগ্য। এছাড়া ধান-পাট খুবই প্রসিদ্ধ। গ্রামে পাশ দিয়ে প্রবাহিত ঝাড়কাটা নদী এই গ্রামটির সৌন্দর্য বহুগুন বাড়িয়ে দিয়েছে।