গুপ্তমুন্সি গ্রাম ইলিশা ইউনিয়ন
আমাদের গ্রামটি খুব সুন্দর এবং খুবই বড়।এ গ্রামটি ইলিশা ইউনিয়নের সর্বদক্ষিনে অবস্থিত।অত্র গ্রামের মধ্যে বড় বড় দুইটা বাজার অবস্থিত,এছাড়াও ছোট ছোট দোকানপাট রয়েছে।আমাদের গুপ্তমুন্সি গ্রামটি কৃষি সমৃদ্ধ।এ গ্রামে একত্র অনেক লোক বসবাস করে।এই গ্রামে তালুকদার বাড়ি,শিকদার বাড়ি,বয়াতি বাড়ি,মজগুনি বাড়ি,মোল্লা বাড়ি,সরদার বাড়ি,মাঝি বাড়ি,হাওলাদার বাড়ি,রাড়ি বাড়ি,বেপারি বাড়ি,হাজী বাড়ি ও কাজী বাড়ি সহ বেশ কয়েকটি বড় বাড়ি রয়েছে।
এছাড়াও বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।এছাড়াও কিছু গুনীজন রয়েছে তারমধ্যে অন্যতম আলহাজ্ব মুহাম্মদ শওকত,ফজলুল হক মনি (হক সাহেব),ইব্রাহিম মিয়া,মৃত আবুয়াল হোসেন মজগুনি,মৃত কুব্বাত হাং,এছাড়াও আরো অনেক গুনী ব্যক্তি রয়েছেন এই গ্রামে।।তরুনদের মধ্যে এম জামাল হোসেন (এডমিন) অন্যতম।এ গ্রামের মধ্যে দিয়েই বরিশাল-ভোলা-লক্ষীপুর মহাসড়কটি,যা বাংলাদেশের দক্ষিন অঞ্চলের সড়ক যোগাযোগের জন্য খুবই গুরুত্বের।
০১৭১১২১৯১৬৪,০১৭১৩৯৫৮৭৩৭ রাজিব কাজী,কাজী পয়েন্ট,পরানগন্জ।