গােপালপুর গ্রাম শ্রীরামপুর ইউনিয়ন
নবীনগর উপজেলার শ্রী রামপুর ইউনিয়নের একটি গ্রাম গােপালপুর । এই গ্রামের নামকরণ নিয়ে এই শ্রীরামপুর ইউনিয়নের মুক্তিযােদ্ধা এবং ইউপি মেম্বার আব্দুর রহিম বলেন , গােপাল বর্মণ নামে নয়তাে গােপাল সাহা নামে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন । তিনি সমাজসেবক ছিলেন । ধারণা করা হয় , ওই গােপালের নামে গােপালপুর হয়েছে । অনেকেই একমত , গােপাল বর্মণ বা গােপাল যে কোনাে একজনের নামে গ্রামটির নামকরণ করা হয়েছে অধিকাংশ সুধীমহল মনে করেন।