খালপাড় চড়াইল গ্রাম কালিন্দী ইউনিয়ন
আমাদের প্রিয় খালপাড় চড়াইল গ্রাম টি কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে অবস্থিত। ‘চড়াইল’ নামে এই ইউনিয়নে মোট ৫ টি গ্রাম রয়েছে। যথাঃ
- খালপাড় চড়াইল,
- হাজী বাড়ি চড়াইল,
- মধ্য চড়াইল,
- বাকা চড়াইল ও
- পুর্ব চড়াইল।
ধারনা করা হয়, চড়ুই পাখির নাম অনুসারে এই গ্রাম গুলোর নামের সাথে চড়াইল শব্দটি যুক্ত হয়েছে। আমাদের গ্রামের পাশ দিয়ে খাল প্রবাহিত ছিলো একসময়, আর সে কারনেই এই গ্রামের নামকরণ করা হয়েছে খালপাড় চড়াইল। যদিও বর্তমানে এই খাল আর নেই। সব ভরাট হয়ে গেছে।
এই গ্রামের ধর্মপ্রাণ। বিপদে আপদে একে অন্যের পাশে অবস্থান করে। আমাদের গ্রাম থেকে দুই জন ছেলে পবিত্র আল-কোরআনের হাফেজ হবার সৌভাগ্য লাভ করেছেন। তারা হলেনঃ হাফেজ মোঃ সোলায়মান ভুঁইয়া এবং হাফেজ মোঃ সাব্বির ভূইয়া ।