খাড়েরা ইউনিয়ন
খাড়েরা ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৪নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত। ইহা জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ।
কসবা উপজেলার মধ্যবিন্দুতে খাড়েরা ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে বিনাউটি ইউনিয়ন , উত্তর দিকে বাদৈর ইউনিয়ন, পশ্চিম দিকে মেহারী ইউনিয়ন এবং দক্ষিণ দিকে রয়েছে কসবা পশ্চিম ইউনিয়ন।
গ্রামসমূহ
- খাড়েরা
- দেলী
- পাতাইসার
- মন কাশাইর
- গনেশপুকুর পাড়
- রাধানগর
- সোনারগাঁও
- গোলসার
- বুগীর
- ধর্মপুর
- কেয়াইর
- গজারিয়া
খাড়েরার নামকরণ : খেয়া অর্থ নৌকা। নৌকা বহুল অঞ্চল খাড়েরা ও খেওড়া। আজ থেকে ৩/৪ শত বছর আগে আখাউড়া দেবগ্রাম থেকে হাতনির বিল দিয়ে খেওড়া হয়ে বুড়ি নদীতে নৌকা যাতায়াত করত। বুড়ি তখন বুড়ি ছিল না। যৌবনবতী নদী ছিল। ১৬৬০ সালের ডাকের ম্যাপে নবীনগর থেকে দক্ষিণে বিশাল জলপ্রবাহ। ব্রহ্মপুত্র নামে উল্লেখ। খেয়া’ থেকে খাড়েরা ও খেওড়া নামকরণ করা হয়।