কুল্লাপাথর গ্রাম গোপিনাথপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কুল্লাপাথর গ্রাম গোপিনাথপুর ইউনিয়ন

কুল্লাপাথর থেকে কুল্লাপাথার। কল’ অর্থ কিনারা ও পাথার অর্থ সাগর বা অথৈ জল। কসবার দক্ষিণ অঞ্চলে এ গ্রামে সাগর নয়, হাওড় ও নদী পেরিয়ে এখানে ব্যবসায়ীরা আসত। এখানে ছিল বনজসম্পদের অফুরান ভাণ্ডার। পাহাড়ে দাড়ালে বর্ষাকালে মনে হতাে এ যেন এক সাগর । ভাটির মানুষ বিশাল হাওড় পেরিয়ে এখানে কূল খুঁজে পেত। তাই তাে এ স্থানের নাম কুল্লাপাথর। অন্য মতে পাহাড়ের কুলে কুলে বড় বড় পাথর বা শিলা থেকে কুল্লাপাথর নামকরণ হয়েছে। প্রথম মতটিই গ্রহণযােগ্য।