কুইয়াপানিয়া গ্রাম কসবা উপজেলা
কুইয়্যা’ অর্থ গর্ত। পানির শব্দের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে পানিয়া। এ গ্রামে আজ থেকে ২০/২৫ বছর আগেও প্রচুর গাইকল ছিল। বর্তমানে অগভীর নলকূপ সে স্থান দখল করেছে। এখনাে গাইকল আছে। পাহাড়ের ভাটিতে নিচু জমিতে নলকূপের পাইপ দিয়ে গাই দেওয়া হয়। তারপর এ গাইপথ দিয়ে বাঁশ। ঢুকানাে হয়। বাঁশের ভেতরের গাইট কেটে ফেলা হয় আগেই। কসবার পাহাড়ি অঞ্চলে বাঁশের গাইকল এখনাে বর্তমান। কুইয়্যা বা গর্ত করে নিচ থেকে পানি উত্তোলন করা হয় বলেই গ্রামের নাম কুইয়াপানিয়া।